google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 BCS Preliminary Preparation : বাংলাদেশ - Job's Preparation BD

Search Here

BCS Preliminary Preparation : বাংলাদেশ

১. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
- বাংলাদেশ ৤ 
২. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি? 
- সুন্দরবন ৤ 
৩. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
- ভোলা ৤
৪. দেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?
- ভোলা ৤
৫. বৃহত্তম দ্বীপ ভোলার আয়তন কত?
- ৩,৪০৩ বর্গ কি.মি. ৤
৬. বাংলাদেশের প্রধান প্রধান দ্বীপসমূহ কী কী?
- সেন্টমার্টিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, দক্ষিণ তালপট্টি, ছেঁড়াদ্বীপ ৤ ০৭. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
- ছেঁড়াদ্বীপ ছেঁড়াদ্বীপ না থাকলে সেন্টমার্টিন হবে ৤
৮. সেন্টমার্টিন দ্বীপ কোথায় অবস্থিত?
- কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্র উপকূল হতে ৩৭ কি.মি.দক্ষিণে ৤
৯. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
- ৯ বর্গ কি.মি ৤
১০. সেন্টমার্টিন দ্বীপের আরেক নাম বা পুরাতন নাম কী?
- নারিকেল জিঞ্জরা ৤
১১. বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি? - সেন্টমার্টিন ৤
১২. সেন্টমার্টিন দ্বীপে বসবাসরত জনসংখ্যা কত?
- ৪,০০০ জন ৤
১৩. সেন্টমার্টিন দ্বীপ কেন বিখ্যাত?
- পর্যটন কেন্দ্র, মৎস্য আহরণ, চুনাপাথর, খনিজ পদার্থ (কালো সোনা) প্রভৃতির জন্য
১৪. ছেঁড়াদ্বীপ কোথায় অবস্থিত?
- সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কি.মি. দক্ষিণে অবস্থিত ৤
১৫. ছেঁড়াদ্বীপের আয়তন কত?
- ৩ বর্গ কি.মি. ৤
১৬. বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ও দ্বীপ কোনটি
- ছেঁড়াদ্বীপ ৤ (২০০০ সালের অক্টোবর মাসে এই দ্বীপটির সন্ধান পাওয়া যায় ৤ বর্তমানে ছেঁড়াদ্বীপ হবে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ও দ্বীপ ৤ যদি প্রশ্নে ছেঁড়াদ্বীপ না থাকে তাহলে সেন্টমার্টিন হবে ৤)
১৭. নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
- বঙ্গোপসাগরের বুকে হাতিয়া হতে প্রায় ৯৭ কি.মি. দক্ষিণে অবস্থিত ৤
১৮. নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
- মেঘনা নদীর মোহনায় ৤ ১৯. নিঝুম দ্বীপ এর আয়তন কত?
- ৯১ বর্গ কি.মি. (প্রায়) ৤
২০. নিঝুম দ্বীপের পুরাতন নাম কী?
- বাউলার চর ৤
২১. নিঝুম দ্বীপ কেন বিখ্যাত?
- মৎস্য আহরণ এবং সমুদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখির আগমনের জন্য ৤
২২. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন জেলায় অবস্থিত?
- সাতক্ষীরা জেলায় ৤
২৩. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় ৤
২৪. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
- নিউমুর বা পূর্বাশা ৤
২৫. দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন কত?
- ৮ বর্গ কিলোমিটার
২৬. দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে?
- বাংলাদেশ ও ভারতের মধ্যে ৤
২৭. ভারতীয় নৌ-বাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপটি দখল করে নেয় কবে?
- ১৯৮১ সালে ৤
২৮. বাংলাদেশের সক্রিয় ব-দ্বীপ অঞ্চল কোনটি?
- বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল ৤
২৯. বাংলাদেশের মৃতপ্রায় ব-দ্বীপ কোনটি?
- যশোর ও কুষ্টিয়া অঞ্চল ৤ ৩০. বাংলাদেশের কোথায় সক্রিয় ব-দ্বীপ আছে?
- নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে ৤
৩১. অপরিপক্ক দ্বীপ কোথায় অবস্থিত?
- মেঘনা নদীর মোহনায় ৤ ৩২. অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি?
- সুন্দরবন ৤
৩৩. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
- মহেশখালী ৤
৩৪. বাংলাদেশের কোন দ্বীপে মন্দির রয়েছে?
- মহেশখালী দ্বীপে (আদিনাথ মন্দির) ৤
৩৫. মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত?
- ভোলা জেলায় ৤ (মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল থেকে ৭.২ মাইল উত্তরে অবস্থিত) ৤
৩৬. মনপুরা দ্বীপে কারা বাস করত?
- পর্তুগিজরা ৤
৩৭. ‘সোনাদিয়া দ্বীপ’ কোথায় অবস্থিত?
- কক্সবাজারের পশ্চিমে বঙ্গোপসাগরের গভীরে জেগে ওঠা দ্বীপ ৤
৩৮. ‘সোনাদিয়া দ্বীপ’ কেন বিখ্যাত?
- মৎস্য আহরণ এবং অতিথি পাখির জন্য ৤

No comments