Search Here

Breaking News

BCS Preliminary Preparation: Daily Star's Editorial new

ডেইলি স্টার পত্রিকার পুরো সম্পাদকীয়র অনুবাদ
অনুবাদেঃ আর করিম
২৫-১০-২০১৭
================================
Gas potential in Bhola
ভোলাতে মজুত গ্যাসের সম্ভাবনা
================================
Double efforts to discover more
নতুন ক্ষেত্র আবিস্কারে প্রচেষ্টা জোরদার করুন
================================
In the midst of a chronic shortage of gas, the government disclosure of a huge reserve of gas in southern Bhola district is undoubtedly a welcome news.
গ্যাসের তীব্র সংকটের মধ্যে, দক্ষিণ ভোলাতে গ্যাসের বড় মজুতের খবর নিঃসন্দেহে সুসংবাদ ।
================================
The reserve was claimed to have been found close to the existing Shahbazpur Gas Field.
এই মজুত বর্তমান শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রের খুব কাছাকাছি । 
================================
National exploration company BAPEX's managing director has estimated that the reserve has about 0.7 tcf (trillion cubic feet) of untapped natural gas,
which will complement the known reserve of about 11-12 tcf.
জাতীয় তেল-গ্যাস অনুসন্ধানী কোম্পানি বাপেক্সের  ম্যানেজিং ডিরেক্টর বলেন যে, প্রায় শূন্য দশমিক সাত ট্রিলিয়ন ঘনফুট অনুত্তোলিত গ্যাসের মজুত,  আবিষ্কৃত ১১ থেকে ১২  ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সাথে যুক্ত হবে । 
================================
Any gas find over 0.4 tcf is considered economically viable for exploration.
শূন্য দশমিক চার ট্রিলিয়ন ঘনফুটের অধিক যেকোনো গ্যাসের মজুত থেকে গ্যাস আরোহণ আর্থিকভাবে  লাভজনক ।
================================
That the reserve has been found in Shahbazpur is a boon because all the necessary infrastructures for exploring the natural resource are already in place.
গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি ও অবকাঠামো আমাদের কাছে থাকাতে এই মজুদ বর্তমান গ্যাসক্ষেত্র শাহাবাজপুরের কাছাকাছি হওয়াটা আশীর্বাদস্বরূপ ।
================================
Now what we need is to add the gas from the reserve to the national gas transmission grid.
এখন আমাদের কাজ হচ্ছে নতুন এই ক্ষেত্রের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করা ।
================================
To do it, BAPEX will have to construct a pipeline to the drilling site once preparatory work is done.
এটা করতে, প্রস্তুতিমূলক কাজ শেষে বাপেক্সকে গ্যাস কূপ থেকে একটি পাইপলাইন নির্মাণ করতে হবে । 
================================
With an annual consumption of about 1tcf, we now have a mere 12 years of the precious primary fuel supply left.
বাৎসরিক ১ টিসিএফ চাহিদার হিসেবে আমাদের কাছে মাত্র ১২ বছরের গ্যাস মজুদ রয়েছে ।
================================
Hence, BAPEX must double its efforts so that we may find other such reserves onshore.
সুতারাং,  দেশের ভেতর আরও এমন মজুদের সন্ধানে বাপেক্সকে আরও বেশী তৎপর হতে হবে ।
================================
There is also a need to engage with foreign companies (like Gazprom) to fully explore our offshore areas because there is no room for complacency.
আত্মতুষ্টির কোন সুযোগ না থাকায় Gazprom এর মত বিদেশী কোম্পানিগুলির সাথে যুক্ত হয়ে সমুদ্রের ভিতরে এলাকাগুলি তন্ন তন্ন করে খুঁজতে হবে   । 
================================
The clock is ticking and it is a race against time to beef up our reserves fast.
সময় বয়ে যাচ্ছে বিধায় গ্যাস মজুদ দ্রুত বৃদ্ধিতে সময়ের আগে চলতে হবে । 
================================
As BAPEX managing director says it will take about seven to eight months before gas from the reserve becomes available for use.
বাপেক্সের ম্যানেজিং ডিরেক্টরের ভাষ্য অনুযায়ী এই মজুদের গ্যাস ব্যাবহার করতে আরও সাত থেকে আট মাস লাগবে ।
================================
Hence, the work on preparing infrastructures for the import of LNG (liquefied natural gas) to complement the existing fuel mix must not get left behind
because a big gas reserve has been discovered.
সুতারাং বড় মজুদ আবিস্কারের জন্য , বর্তমান জ্বালানীর সম্পূরক  তরল গ্যাস আমদানির জন্য অবকাঠামো তৈরির কাজ যেন পিছিয়ে না পরে ।
================================
We are fortunate to have found this gas reserve and hope to see more in the future.
এই গ্যাস মজুদ পাওয়াতে আমরা ভাগ্যবান এবং ভবিষ্যতে এ রকম আরও সুখবর শোনার জন্য আশাবাদী ।

No comments