Search Here

Breaking News

গুরুত্বপূর্ণ_বাক্য_সংকোচন

#গুরুত্বপূর্ণ_বাক্য_সংকোচন
****-**--**
০১).যে নারীর হাসি সুন্দর - সুচিস্মিতা।
০২).যে নারীর সম্প্রতি বিবাহ হয়েছে -নবোঢ়া।
০৩).যে নারী পূর্বে অন্যের বাগদত্তা ছিল- অন্যপূর্বা।
০৪).স্ত্রীর বশীভূত যে - স্ত্রৈণ।
০৫).গোপন/ নিন্দা করার ইচ্ছা - জুগুপ্সা।
০৬).বমন করিবার ইচ্ছা - বিবমিষা।
০৭).গমনের ইচ্ছা - জিগমিষা
০৮).প্রতিকার করার ইচ্ছা - প্রতিবিধিৎসা
০৯).প্রবেশের ইচ্ছা - বিবিক্ষা
১০).হরণ করার ইচ্ছা - জিঘীর্ষা
১১).মেঘের ডাক - মন্দ্র।
১২).হস্তির চিৎকার - বৃংহতি।
১৩).সিংহের গর্জন - নাদ।
১৪).ধনুকের ধ্বনি - টংকার।
১৫).যে অপরের লেখা চুরি করে - কুম্ভীল।
১৬).অনাবৃত দেহে রৌদ্র স্নান - সূর্যস্নান।
১৭).অশ্ব, হস্তী,রথ ও পদাতিক - চতুরঙ্গ।
১৮).যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে - বীতস্পৃহ।
১৯).নিতান্ত দগ্ধ হয় যে সময়ে - নিদাঘ।
২০).যা পূর্বে দেখা যায়নি এমন - অদৃষ্টপূর্ব
২১).ইন্দ্রকে জয় করেছে যে - ইন্দ্রজিত।
২২).যাহা ভাষায় প্রকাশ করা যায় না - অনির্বচনীয়।
২৩).অরিকে (শত্রু)  দমন কররে যে - অরিন্দম।
২৪).যে গমন করে না - নগ।
২৫).চর্বিত চর্বণ প্রক্রিয়া - রোমন্থন।
২৬).কাজে যাহার অভিজ্ঞাতা আছে - করিতকর্মা।
২৭).যিনি ন্যায় ভালো জানেন - নৈয়ায়িক।
২৮).যেখানে মাছি পর্যন্ত নাই - নির্মক্ষিক।
২৯).এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ - বুকনি।
৩০).আমৃত্যু যুদ্ধ করে যে - সংশপ্তক।

No comments