google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 38th B.C.S : এক নজরে বাংলাদেশের নদ - নদী - Job's Preparation BD

Search Here

Breaking News

38th B.C.S : এক নজরে বাংলাদেশের নদ - নদী

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.এক নজরে  বাংলাদেশের নদ - নদী

===========

# শাখা-প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা - ২৩০টি/না থাকলে ২৭০টি
.
# বাংলাদেশের মোট অভিন্ন নদী - ৫৭ টি ( ৫৭ অপশনে না থাকলে ৫৮ দিতে হবে )
.
→ ভারত+ বাংলাদেশ - ৫৪ টি ( ৫৪ অপশন না থাকলে ৫৫ )
→ মায়ানমার+ বাংলাদেশ - ৩ ( নাফ, সাঙ্গু, মাতামুহুরি )
.
# বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা - ১ টি
→ গঙ্গা/পদ্মা

# দীর্ঘতম ক্ষুদ্রতমঃ
.
→ দীর্ঘতম নদী - মেঘনা
→ দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র
→ প্রশস্ত নদী মেঘনা
→ খরস্রোতা কর্ণফুলী
.
# সীমান্ত রেখা যে সব নদীঃ
.
→ বাংলাদেশ মিয়ানমার বিভক্তকারী : নাফ ( ৫৬ কিমি)
→ বাংলাদেশ - ভারত বিভক্তকারী : হাড়িয়াভাঙা
.
# বাংলাদেশ ভারত পানি বন্টন চুক্তির মেয়াদ - ৩০ বছর (১৯৯৬ -২০২৬)

# দক্ষিণ তালপট্টি দ্বীপটি - সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত

# উত্তরাঞ্চলের লাইফ লাইন বা জীবন রেখা - তিস্তা নদী

# নিঝুম দ্বীপ - মেঘনার মোহনায় ( হাতিয়া, নোয়াখালী )

# প্রধান নদীবন্দর - নারায়ণগঞ্জ

# নদী গবেষণা ইন্সটিটিউট - ফরিদপুর

# নদীর নামে জেলা - ফেনী

# বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী একমাত্র নদী - কুলিখ

# এক মাত্র ব্যক্তিনামে নদী- খুলনার রূপসার (রূপ লাল সাহ নামে)
.
# পূর্বনামঃ
.
→ যমুনা - জোনাই
→ বুড়িগঙ্গা - দোলাই নদী ( দোলাইখাল)
→ ব্রহ্মপুত্র - লৌহিত্য
→ পদ্মা - কীর্তনাশা
.
# মিলনঃ
→ পদ্ম + মেঘনা - চাঁদপুর
→ যমুনা + পদ্মা - গোয়ালন্দে, রাজবাড়ি।
→ সুরমা + কুশিয়ারা - আজমিরিগঞ্জ, ভৈরব।
→ তিস্তা + ব্রহ্মপুত্র - চিলমারি, কুড়িগ্রাম
→ বাঙালী + যমুনা - সারিয়াকান্দি, বগুড়া
( এ মিলনের জন্য প্রেম যমুনা ঘাট নাম)
.
# উৎপত্তিস্থলঃ
→ মেঘনা - লুসাই পাহাড় ( মনিপুর প্রদেশ )

→ গঙ্গা/পদ্মা - হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ

→ যমুনা - হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর

→ কর্ণফুলী - লুসাই পাহাড়ের (মিজোরাম প্রদেশ)

→ তিস্তা + করতোয়া - সিকিম পর্বতমালা
( তিস্তার প্রধান শাখা - করতোয়া)

→ সাঙ্গু - আরাকান পাহাড়

→ হালদা - খাগড়াবাড়ির বদনাতলি শৃঙ্গ থেকে (  )
.
পুনশ্চ - বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী: হালদা ও সাঙ্গু।
.
# প্রধান শাখাঃ

→ পদ্মাঃ মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, কপতক্ষ, পশুর, ইছামতী
→ ব্রহ্মপুত্রঃ যমুনা
→ যমুনাঃ ধলেশ্বরী, বুড়িগঙ্গা
→ তিস্তাঃ করতোয়া
.
# উপনদীঃ
.
→ পদ্মা - টাঙ্গন, পুর্ভবা, নাগর, কুলিক
→ যমুনা - তিস্তা, করতোয়া, আত্রাই
→ মেঘনা - শীতলক্ষ্যা, গোমতি, ডাকাতিয়া, ধলেশ্বরী
→ কর্ণফুলী - হালদা, চেঙ্গী
.
# বাংলাদেশে প্রবেশ মুখঃ
→ পদ্মা - চাঁপাইনবাবগঞ্জ
→ নাফ - টেকনাফ, কক্সবাজার
→ তিস্তা - নীলফামারী
→ মেঘনা - সিলেট
.
পুনশ্চ - বোরাক নদী নামে উৎপত্তি লাভ করে সুরমা ও কুশিয়ারা নাম ধারন করে আলাদা ভাবে বাংলাদেশে প্রবেশ করে ভৈরব বাজারের আজমিরিগঞ্জ এ আবারো মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে
.
# নদীতীরবর্তী শহরঃ
.
রাজশাহী - পদ্মা
শিলাইদহ - পদ্মা
মহাস্থানগড় - করতোয়া
বগুড়া - যমুনা
সিলেট - সুরমা
দিনাজপুর - পুনর্ভবা
ফরিদপুর - আড়িয়াল খাঁ
যশোর - কপোতাক্ষ
টঙ্গী - তুরাগ
টুঙ্গিপাড়া - বাইগার ****
গোপালগঞ্জ - মধুমতী ***
সারদা - পদ্মা
চাঁদপুর - মেঘনা
মংলা - পশুর
ঢাকা - বুড়িগঙ্গা
খুলনা - রূপসা
কুমিল্লা - গোমতি (জোয়ারভাটা হীন, কুমিল্লার দুঃখ)
.
# বাঁধঃ
.
→ ফারাক্কা বাঁধঃ গঙ্গা ( বাংলাদেশে নাম পদ্মা ) নদীর উপর রাজশাহী কাছে ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যে

→ টিপাইমুখ বাঁধঃ বোরাক ( বাংলাদেশে নাম মেঘনা ) নদীর উপর সিলেটের কাছে ভারতের মনিপুর রাজ্যে

→ তিস্তাবাঁধঃ তিস্তা নদীর উপর লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানি তে (সব থেকে বড় বাঁধ)

→ বাকল্যান্ড বাঁধঃ বুড়িগঙ্গা নদীর উপর
///
Masud Hasan
Pabna Medical College
////
অন্য কোথাও পোস্ট করলে পেইজসহ লেখকের কার্টেসি দিবেন।

No comments