Search Here

Breaking News

কিছু কনফিউশন সৃষ্টিকারী এককথায় প্রকাশ


এককথায় প্রকাশ



১. রাতের শিশির - শবনম
২. রেশম ও পশমের দ্বারা প্রস্তুত - মখমল

৩. রাত্রির প্রথমভাগ - পূর্বরাত্র
৪. রাত্রির মধ্যভাগ - মহানিশা
৫. রাত্রির শেষভাগ - পররাত্র
৬. রাত্রির শেষভাগ - কালনিশা

৭. রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক
৮. রাত্রির তিনভাগ একত্রে - ত্রিযামা
৯. রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ - প্রত্যুষ
১০. রাত্রিশেষের ম্লান জ্যোৎস্না - কালজ্যোৎস্না

১১. রোদে শুকানো আম - আমসী
১২. রোগাও নয়, মোটাও নয় - দোহারা
১৩. রমণ বা সঙ্গমের ইচ্ছা - রিরংসা
১৪. রোজ বা প্রতিদিনের কর্ম ও চিন্তা-
ভাবনাদির বিবরণ - রোচনামচা
১৫. রন্ধনের যোগ্য - পাচ্য
১৬. রোগ ভীতিকে জয় করে যা - ভেষজ
১৭. রাজপথে যে ডাকাতি করে - রাহাজানি
১৮. রঙ্গপরিহাসে নিপুণা নারী - রঙ্গিলা
১৯. রঘু বংশে জন্ম যার - রাঘব
২০. রীতিকে অতিক্রম না - যথারীতি


১. ফুল হতে জাত - ফুলেল
২. ফুলের গন্ধে সুবাসিত - ফুলেল
৩. ফুলের রস - পুষ্পসার

৪. ফিকা কমলা রঙ - বাসন্তী
৫. ফল পাকলে যে গাছ মরে যায় - ওষধি
৬. ফিটফাট গোছের তরুণ যুবক - ফটিকচাঁদ
৭. ফুলের মধু - মকরন্দ
৮. ফুলতোলা মসলিন শাড়ি - জামিদানি


No comments